বিএনপির জনসমাবেশ ভোলায় ১০ দফা দাবি বাস্তবায়নে,বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০-দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকাসহ সারা দেশের ন্যায় ভোলায় জনসমাবেশ করেছে বিএনপি।

বিএনপির জনসমাবেশ ভোলায় ১০ দফা দাবি বাস্তবায়নে
শুক্রবার বেলা ১১টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। সমাবেশে অংশ নিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন।
মজিবর রহমান সরোয়ার বলেন, শেখ হাসিনার কাছে কোনোভাবেই একটি দেশ নিরাপদ নয়। তার কাছে স্বাধীনতা, গণতন্ত্র ও দেশের সম্পদও নিরাপদ নয়। গণতন্ত্রের কথা বলে কি হচ্ছে তা বরিশালের দিকে তাকালেই বুঝতে পারবেন। আমরা ১- দফা দাবি দিয়েছি।
আওয়ামী লীগ দাবি না মেনে আইএমএফের কাছ থেকে লোন নিয়ে দেশ চালাচ্ছে। লোন দিতে না পারলে গ্যাস- বিদ্যুতের দাম বাড়াবে।
বিএনপির নেতাকর্মীদের দিয়ে কারাগারগুলো ভরে ফেলা হয়েছে। গায়েবি মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আর কত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে? তারেক জিয়ার নেতৃত্বে রাজপথের আন্দোলন করে এ সরকারের পতন ঘটানো হবে এবং আগামী নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্জ্ব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ প্রমুখ।
1 thought on “বিএনপির জনসমাবেশ ভোলায় ১০ দফা দাবি বাস্তবায়নে”