ভোলায় ৫ কৃষককে পুরস্কার প্রদান,জেলা সদরে আজ ‘কৃষিই সমৃদ্ধি’ এ প্রতিপাদ্য নিয়ে তেল জাতীয় ফসল উৎপাদনে বিশেষ সফলতা অর্জন করায় ৫ কৃষককে পুরস্কার প্রদান করা হয়েছে।

ভোলায় ৫ কৃষককে পুরস্কার প্রদান
মঙ্গলবার বেলা ১১ টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খামারবাড়ি চত্বরে জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী প্রধান অতিথি হিসেবে সফল কৃষকদের মাঝে সনদ ও নগদ অর্থ তুলে দেন। তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এ কৃষক পুরস্কার বিতরণ করা হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: হাসান ওয়ারেসুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রকল্পের বরিশাল অঞ্চলের মনিটরিং অফিসার রথীন্দ্র নাথ বিশ্বাস, জেলা উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা গাজী নাজমুল হাসান, জেলা বীজ প্রত্যায়ন অফিসার জাকির হোসেন তালুকদার, সদর-উপজেলা কৃষি অফিসার এফ এম শাহবুদ্দিন, কৃষক প্রতিনিধি নুরুল ইসলাম।
পুরস্কারপ্রাপ্ত ৫ সফল কৃষকরা হলেন ভোলা সদরের চররমেশ এলাকার মো: জসিমউদ্দিন, বোরহানউদ্দিনের টবগী এলাকার মো: মাকসুদ, দৌলতখানের মদনপুরের মিলন পাটোয়ারী, চরফ্যাশনের নাজিমুদ্দিনের হেলাল উদ্দিন ও লালমোহনের চর উমেদের মো: মিজানুর রহমান।
দেশে বর্তমানে ২৪ লক্ষ মেট্রিকটন ভোজ্য তেলের চাহিদা রয়েছে। তার মধ্যে ৮ লক্ষ মেট্রিকটন দেশে উৎপাদন হয়। বাকিটা বিদেশ থেকে আমদানি করা হয়। তাই সরকার তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা করে। আগামী ৩ বছরের মধ্যে এ আমদানি ৪০ ভাগ কমিয়ে আনার লক্ষ্যে কাজ করা হচ্ছে। সফল কৃষকদের পুরস্কার প্রদানের ফলে আগামীতে অন্য কৃষকরাও তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধিতে আগ্রহী হবেন।

আরও পড়ুন:
১ thought on “ভোলায় ৫ কৃষককে পুরস্কার প্রদান”