ভোলার চরফ্যাশনে আলোচনা সভা, দোয়া, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সভাকক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়। স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ গুরুত্ববহ ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে কালবেলা চরফ্যাশন প্রতিনিধি সাংবাদিক মাইনউদ্দিন জামাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের বরিশাল প্রতিনিধি এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মীর শাহাদাত হোসেন সায়েদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা সার্জেন্ট (অব.) সৈয়দ আহমাদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামাল গোলদার, সিনিয়র সহ-সভাপতি কামাল মিয়াজী, সহ-সভাপতি সজিব শাহরিয়ারসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ প্রতিনিধি জামাল মোল্লা, দৈনিক বাংলা প্রতিনিধি সাইফুল ইসলাম মুকুল, ভোরের ডাক প্রতিনিধি নাদিম, মাই টিভি প্রতিনিধি শাহাবুদ্দিন হাওলাদার, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি হাসান লিটন, রূপালী বাংলাদেশ প্রতিনিধি আরিফ হোসেন, এনটিভি অনলাইন প্রতিনিধি ইসরাফিল নাঈম, খোলা কাগজ প্রতিনিধি জেএইচ রাজু, নিউজ টুয়েন্টিওয়ান প্রতিনিধি মামুন হোসাইন, দৈনিক মতবাদ প্রতিনিধি সেলিম, বাংলাদেশ বাণী প্রতিনিধি নুরুল্লাহ আরিফ, ভোরের আলো প্রতিনিধি মোক্তার এইচ জমাদার, সরজমিন প্রতিনিধি মনির হোসেন, রেডিও মেঘনার প্রতিনিধি কনিকা সহ আরও অনেকে।
আলোচনা পর্বে বক্তারা বলেন, কালবেলা তার প্রতিষ্ঠালগ্ন থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও মুক্তিযুদ্ধের পক্ষের চেতনাকে ধারণ করে কাজ করে যাচ্ছে। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে এবং জাতি, সমাজ ও রাষ্ট্র গঠনে পত্রিকাটি আরও শক্তিশালী ভূমিকা রাখবে। বক্তারা সাংবাদিকতা পেশায় নৈতিকতা, দায়িত্বশীলতা ও সত্যের পক্ষে দৃঢ় থাকার আহ্বান জানান।
পরে অতিথিদের সঙ্গে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় পত্রিকা ও চরফ্যাশন প্রতিনিধি মাইনউদ্দিন জামাদারের সুস্বাস্থ্য, সফলতা ও দীর্ঘ পথচলার জন্য দোয়া করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতে এ ধরনের ইতিবাচক আয়োজন আরও বিস্তৃত আকারে করার প্রত্যাশা ব্যক্ত করেন।