নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার নদীতে গোসল করতে গিয়ে

নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার নদীতে গোসল করতে গিয়ে,ভোলায় তেঁতুলিয়া-নদীতে গোসল করতে গিয়ে জোয়ারে নিখোঁজের তিন ঘণ্টা পর ইসলাম হোসেন রাব্বি (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার-সার্ভিস।

 

নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার নদীতে গোসল করতে গিয়ে

 

নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার নদীতে গোসল করতে গিয়ে

বৃহস্পতিবার  বিকেল ৪টার দিকে তেঁতুলিয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইসলাম হোসেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দরুন বাজার এলাকার কামাল হোসেনের ছেলে।

স্থানীরা জানান, দুপুর ১টার দিকে শিশু ইসমাইল হোসেন তাদের এলাকার অন্যান্য শিশুর সঙ্গে বাড়ির পাশের তেঁতুলিয়া নদীতে গোসল করতে যায়। সবাই গোসল করতে নদীতে নামলে জোয়ারে শিশুটি নিখোঁজ হয়। তার সঙ্গী শিশুরা তাদের বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এরপর ফায়ার-সার্ভিসকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করেন।

বোরহানউদ্দিন ফায়ার-সার্ভিসের স্টেশন অফিসার নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার নদীতে গোসল করতে গিয়ে

 

আরও পড়ুন:

২ thoughts on “নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার নদীতে গোসল করতে গিয়ে”

Leave a Comment