শাপলাপাতা মাছ বিক্রি ৪৯ হাজারে ৬ মণ ওজনের,ভোলার মেঘনা-নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৬ মণ ওজনের শাপলাপাতা-মাছ। বুধবার সকালে মাছটি আড়তে ৪৮ হাজার ৮০০ টাকা বিক্রি হয়।

৪৯ হাজারে ৬ মণ ওজনের শাপলাপাতা মাছ বিক্রি
সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জেলে সাইদুর মাঝি জানান, মঙ্গলবার সন্ধ্যায় মেঘনা-নদীতে তিনিসহ শাখাওয়াত ও বশির মাঝি জাল ফেলেন। কিছুক্ষণ পর জাল ওঠালে সেখানে একটি ভারী কিছু অনুভব হয়। পরে জালটিকে টেনে ওঠালে শাপলাপাতা-মাছ দেখতে পান।
তিনি জানান, মাছটি তীরে নিয়ে আসলে এটি দেখতে স্থানীয়রা ভিড় জমান। পরে বুধবার সকালে বরিশালের আড়তে নিয়ে ওজন দিয়ে দেখেন ৬ মণ। এরপর ওই আড়তে মাছটি ৪৮ হাজার ৮০০ টাকায় বিক্রি করেন।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান, শাপলাপাতা-মাছ মূলত গভীর সাগরে থাকে। এটির বৈজ্ঞানিক নাম হিমানটুরাইমব্রিকাটা। এটি মূলত প্রজনন বা খাবারের সন্ধানে দিক হারিয়ে নদীতে চলে এসেছে।

আরও পড়ুন: