ভোলার গ্যাস সিএনজি করে গ্রিডে দিতে চায় ইন্ট্রাকো

ভোলার গ্যাস সিএনজি করে গ্রিডে দিতে চায় ইন্ট্রাকো – দ্বীপজেলা ভোলা থেকে প্রাকৃতিক গ্যাস সিএনজিতে (কমপ্রেসড ন্যাচারাল গ্যাস) রূপান্তর করে এনে গ্যাসের জাতীয় গ্রিডে বা বিদ্যুৎকেন্দ্রে দিতে চায় ইন্ট্রাকো রিফুয়েলিং লিমিটেড। এ জন্য এরইমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। এখন তারা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন ইন্ট্রাকোর এমডি রিয়াদ আলী। সোমবার রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে তিনি এসব তথ্য জানান।

 

ভোলার গ্যাস সিএনজি করে গ্রিডে দিতে চায় ইন্ট্রাকো

২০২৩ সালের ডিসেম্বর থেকে ভোলার গ্যাস সিএনজিতে রূপান্তর করে ঢাকার বিভিন্ন শিল্পে সরবরাহ করছে ইন্ট্রাকো। এ জন্য ২০২৩ সালের মে মাসে সুন্দরবন গ্যাস কোম্পানির সঙ্গে ইন্ট্রাকো চুক্তি সই করে। তারা সরকারের কাছ থেকে প্রতি ঘনমিটার গ্যাস ১৭ টাকায় কিনে ৪৭ টাকা ৬০ পয়সায় বিক্রি করছে। এখন দৈনিক পাঁচ মিলিয়ন ঘনফুট গ্যাস রূপান্তর করে তা ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করা হচ্ছে। দিনে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে বা বিদ্যুৎকেন্দ্রে সরাসরি সরবরাহের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে কোম্পানিটি।

রিয়াদ আলী বলেন, ‘সিএনজি করে আনা গ্যাস সরাসরি জাতীয় গ্রিডে বা বিদ্যুৎকেন্দ্রে দিতে পারলে খরচ কমে আসবে। ভোলা থেকে এখন পর্যন্ত ৯ কোটি টাকার গ্যাস বিক্রি করা হয়েছে। যদিও প্রথম পর্যায়েই বিনিয়োগ হয়েছে প্রায় ৯০ কোটি টাকা। আরও ২ কোটি ঘনফুটের সিএনজি প্রসেসপ্লান্ট তৈরিতে বিনিয়োগ হচ্ছে প্রায় ৪৫০ কোটি টাকা। এই প্লান্টের কার্যক্রম আগামী ৬ থেকে ৭ মাসের মধ্যে চালু করা সম্ভব হবে।’  রিয়াদ আলী আরো বলেন, সরকার যেভাবে চায় সেভাবেই আমরা কাজ করতে চাই। টেন্ডার দিলে সেখানে আমরা অংশগ্রহণ করবো।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আরও পড়ুন:

Leave a Comment