তামাক পণ্যের মূল্যবৃদ্ধির দাবিতে মানববন্ধন ভোলায়,ভোলায় সব ধরণের তামাক পণ্যের কর ও মূল্যবৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে প্রেস ক্লাবের সামনে ডরপের যুব ফোরাম, দরিদ্র জনগোষ্ঠী, মা সংসদ ও সুশীল সমাজ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

তামাক পণ্যের মূল্যবৃদ্ধির দাবিতে মানববন্ধন ভোলায়
এসময় ডরপের সুশিল সমাজের সভাপতি ও প্রবীণ সাংবাদিক এমএ তাহের, ভোলা প্রেস-ক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু, যুব ফোরামের সদস্য শাকিলা জাহান ও দরিদ্র জনগোষ্ঠীর মো. নিজাম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, তামাক সেবনের ক্ষতির হাত থেকে বাংলাদশের মানুষকে রক্ষার জন্য আগামী সংসদে তামাক পণ্যের কর ও মূল্যবৃদ্ধি করতে হবে। মূল্যবৃদ্ধি হলে সাধারণ মানুষের হাতের বাহিরে চলে যাবে পণ্যটি। এতে তামাক সেবনকারীর সংখ্যা কমে যাবে। এতে করে ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।

আরও পড়ুন: