আড়াই কোটি টাকার অবৈধ জাল আগুনে পোড়ানো হলো,ভোলার চরফ্যাশন থেকে আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার রাতে চরফ্যাশনের গ্রিন রোড এলাকার চারটি দোকান থেকে ওই জাল জব্দ করা হয়। পরে এসব জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

আড়াই কোটি টাকার অবৈধ জাল আগুনে পোড়ানো হলো
তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এসময় ওই দোকানগুলো থেকে পাঁচ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, দুই লাখ মিটার পাই জাল, দুই লাখ মিটার মসুরি জাল ও ২৫০ পিস চাই জাল জব্দ করা হয়।
পরে মৎস্য বিভাগ এবং উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। এসব জালের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা।

আরও পড়ুন: