ভোলায় অস্ত্রসহ ৩ ডাকাত আটক

ভোলায় অস্ত্রসহ ৩ ডাকাত আটক- ভোলার দৌলতখান উপজেলা থেকে তিন দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় তাদের বাড়িতে তল্লাশি করে দুটি আগ্নেয়াস্ত্র, দুইটি কার্তুজ, একটি মোটরসাইকেল এবং ১৫টি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।

 

ভোলায় অস্ত্রসহ ৩ ডাকাত আটক

বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার খায়েরহাট বাজার সংলগ্ন এলাকার থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মো. আনোয়ার হোসেন (৩৮), মো সোহেল (২৮) এবং মো. হাসান (২০)।

বেলা ১১টার দিকে সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড দক্ষিণ জোন। কোস্টগার্ড জানায়, বেশ কিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলাধীন তুলাতলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং তৎসংলগ্ন চরে মো. আনোয়ারের নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল।

 

 

পরে ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ কোস্টগার্ডের সাহায্য চাইলে কোস্টগার্ড উক্ত এলাকাসমূহে তৎপরতা বৃদ্ধি করে। যার ধারাবাহিকতায় ২৫ সেপ্টেম্বর ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন ৫ নম্বর দক্ষিণ জয়নগর ইউনিয়নের খায়েরহাট বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

অভিযানে ওই এলাকার ব্যাপারী বাড়িতে তল্লাশি করে কুখ্যাত ডাকাত মো. আনোয়ার হোসেন, মো. সোহেল এবং মো. হাসানকে অস্ত্র ও মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়েছে। আটক ডাকাত ও জব্দ করা সব আলামতসহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আরও পড়ুন:

Leave a Comment