ভোলায় দেশীয় অস্ত্রসহ আটক ২ – ভোলা সদর উপজেলার মেঘনা নদীর চর রাসেল থেকে – রাসেল বাহিনীর সক্রিয় সদস্য মো.মোফাজ্জল (৫৫) আব্দুল বাতেন (৬৫) দুই জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে ১ টি আগ্নেয়াস্ত্র ও ৬টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তারা দুজনে লক্ষীপুর জেলার মজুচৌধুরীহাট ও মধ্য চর রমনী এলাকার বাসিন্দা।
ভোলায় দেশীয় অস্ত্রসহ আটক ২
মঙ্গলবার সকালে ভোলার কোস্টগার্ড দক্ষিণ জোনের কার্যালয় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে. কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভির। এ সময় তিনি জানান, বেশকিছুদিন ধরে ভোলা সদর উপজেলার ইলিশা এলাকার মেঘনা নদী চরে কুখ্যাত রাসেল বাহিনীর সক্রিয় সদস্য মো.মোফাজ্জল এবং আব্দুল বাতেন স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজী, জমিদখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো।
ভুক্তভোগী স্থানীয় জনসাধারণরা কোস্টগার্ড দক্ষিন জোনের নিকট সাহায্য চাইলে কোস্টগার্ড ওই এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন ভোলা জেলার সদর উপজেলার ইলিশা এলাকার মেঘনা নদীর চর রাসেলে অভিযান পরিচালনা করে ডাকাত রাসেল বাহিনীর সক্রিয় সদস্য মো.মোফাজ্জল ও মো.বাতেনকে আটক করা হয় ।

তাদের কাছ থেকে ১ টি আগ্নেয়াস্ত্র ও ৬টি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। আটককৃতদের সকল আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: